কেরানীগঞ্জে বিট পুলিশিং কার্যালয় ও ট্রাফিক বক্স উদ্বোধন

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে পুলিশি সেবা গতিশীল করতে আব্দুল্লাহপুরে নবনির্মিত বিট পুলিশিং কার্যালয় ও ট্রাফিক বক্স উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামানের সভাপতিত্বে রবিবার (২২ জানুয়ারী) বিকেলে উপজেলার ঢাকা-মাওয়া হাইওয়ের আব্দুল্লাহপুর বাজারে উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়।
আবদুল্লাহপুর এলাকায় চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম রোধে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন এ বিট পুলিশিং বক্সটি আপনাদের নিরাপত্তার সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও পদ্মা সেতু হওয়ায় আব্দুল্লাহপুর এলাকার উপর দিয়ে গাড়ি চলাচল অনেকাংশে বেড়েছে। তাই এখানে একটি ট্রাফিক পুলিশ বক্স একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল। আশা করি ট্রাফিক পুলিশ বক্স ও বিট পুলিশ কার্যালয় আপনাদের শতভাগ সেবা দিতে পারবে।
এতে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: