সাতক্ষীরায় গ্রাহকের শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এনজিও!
সাতক্ষীরায় বরসা এনজিও কর্তৃক অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে গ্রাহকের শতকোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে এবং বরসা কর্তৃপক্ষকে গ্রেফতারের দাবিতে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহক অংশ গ্রহণ করেন।
রতনপুর নূরনগর সড়কে প্রায় এক কিলোমিটার রাস্তার উপরে ভুক্তভোগী প্রায় সাড়ে ৩ হাজার নারী ও পুরুষের অংশগ্রহণে মানববন্ধনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি। বক্তব্য রাখেন, আব্দুল জব্বার, আব্দুর রাজ্জাক, আমিনুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অধিক লাভের প্রলোভন দেখিয়ে প্রায় শতকোটি টাকা আত্মসাত করেছে বরসা এনজিও। বার বার তারিখ পরিবর্তন করেও গ্রাহকদের টাকা না দিয়ে তাল বাহানা করে যাচ্ছেন। ইতোমধ্যে কর্মকর্তা কর্মচারীরা বিদেশে পালিয়ে যাওয়ার পায়তারা চালাচ্ছেন। বক্তারা অবিলম্বে বরসা কর্তৃপক্ষের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান পূর্বক দিশেহারা গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অংশ নিতে আসা রতনপুর ইউনিয়নের প্রবাচপুর গ্রামের শারিরীক প্রতিবন্ধী রুহুল আমিন বলেন, আমি প্রতিবন্ধী। আমার স্ত্রী এবং সন্তান ইটের ভাটায় শ্রমিকের কাজ করে কিছু টাকা জমিয়ে ছিলো। বরসা এনজির কর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে সেখানে ৩লক্ষ ৮০ হাজার টাকা জমা রেখেছিল। সেই টাকা আত্মসাতের খবরে আমার স্ত্রী অসুস্থ্য হয়ে পড়েছে। একই কথা বললেন কামারগাতি গ্রামের রহিমা খাতুন। স্বামী পরিত্যাক্ত রহিমা রেখেছিলেন ৪০ হাজার টাকা। এছাড়া শ্যামনগরের নুরনগর গ্রামের শ্যামল সাহা জমি বিক্রি করে ১১ লক্ষ টাকা রেখেছিলেন। এখন টাকার মেয়াদ পূর্ণ হওয়ার পর আরো ১ বছর অতিক্রম করলেও টাকা না দিয়ে কর্তৃপক্ষ তাল বাহানা চালিয়ে যাচ্ছেন।
জানা যায় এনজিও'র পরিচালক আনিসুর রহমান মারা যাওয়ার পর থেকে গ্রাহকের টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন বর্তমান পরিচালক আশিকুর রহমান। তবে দীর্ঘ ১ বছর গত হলেও একজনও গ্রাহকের টাকা ফেরত দেননি তিনি। দেশের বিভিন্ন উপজেলায় তাদের ২৩ টি শাখা অফিস রয়েছে। ওই সব শাখা থেকে কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন এনজিওর পরিচালক। জমানো টাকা ফেরত চাইতে গেলে এনজিওর পরিচালক নিজের প্রভাব খাটিয়ে ও পুলিশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুটে নিয়ে দেশের বাইরে পাড়ি জমাতে পারে পরিচালক এমনটা আশাংকা করছেন ভুক্তভোগী গ্রাহকরা।
আগামী ১০ দিনের মধ্যে গ্রাহকদের জমানো টাকা ফেরত না পেলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন ভুক্তভোগীরা বলে বক্তারা হুঁশিয়ারি প্রদান করেন। এছাড়া জমানো টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি বলেন, গ্রামের অসহায় মানুষের টাকা নিয়ে তালবাহানা করায় কিছুদিন আগে আমরা আন্দোলন করলে তারা ৭৬ কোটি টাকার একটি চেক প্রদান করে। যা পুলিশের কাছে জমা আছে।
এবিষয়ে বরসা এনজিও রতনপুর শাখা ম্যানেজার বাবুর আলী বলেন, আমাদের মালিক মারা যাওয়ায় একটু সমস্যায় পড়েছি। তবে বর্তমান এমডি ফেব্রয়ারিতে একটা ভালো সংবাদ দিতে চেয়েছেন। কিন্তু তার আগেই গ্রাহকরা মানববন্ধন করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সহকারী সার্কেল আমিনুর রহমান বলেন, যেহেতু লেনদেনের বিষয় সেহেতু অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোববার দুপুরে এ বিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিটি বরসা কর্তৃপক্ষের সাথে বসাবসি করেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: