আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য জেলে আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:২৭ পিএম

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে শনিবার মধ্যরাতে ছি গাড়ি থামিয়েনতাই চেষ্টার অভিযোগে র‍্যাব সদস্যসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। র‍্যাব-পুলিশ কেউই আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য কারাগারে রয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপকর্ম সবার কাছেই কষ্টের।’

সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর মহাখালী ফ্লাইওভারে শনিবার মধ্যরাতে গাড়ি থামিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগে র‍্যাব সদস্যসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী সবার বিচার হবে। এখন পর্যন্ত ১৭ জন র‍্যাব সদস্য কারাগারে রয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপকর্ম সবার কাছেই কষ্টের। এদিকে টেকনাফে গত বছরের সেপ্টেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৫২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃতদের অধিকাংশকেই মুক্তিপণ দিয়ে ফিরতে হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গাদের দোষারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আশ্রিত রোহিঙ্গারা দেশকে কঠিন অবস্থানে ফেলে দিচ্ছে। এই জনগোষ্ঠী আন্তর্জাতিক সন্ত্রাসীদের হয়ে কাজ করছে। কর্মহীন মানুষ একসঙ্গে থাকলে যা হওয়ার তাই হচ্ছে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ দ্রুত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: