নেপাল ও ভারতে ভূমিকম্প

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ পিএম

নেপাল ও ভারতে ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টো ২৮ মিনিটে নেপাল থেকে এ ভূকম্পনের সৃষ্টি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮।

নেপালে থেকে এ ভূমিকম্প সৃষ্টি হলেও ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের একাংশ কেঁপে উঠেছিল। বিশেষত পূর্ব দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের মতো জায়গায় জোরালো কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন মানুষ। খাট, চেয়ার, ল্যাম্প, রান্নাঘরের সরঞ্জাম রীতিমতো দুলতে দেখা গিয়েছে।

ওই ঘটনার পর টুইটারে অনেকেই ভিডিও পোস্ট করতে থাকেন। কোনও ভিডিতে দেখা গিয়েছে, রান্নাঘরের বাসন দুলছে। কোনও ভিডিওতে আবার অফিসের ডেস্কে রাখা বোতল নড়তে দেখা গিয়েছে। কোথাও আবার ল্যাম্প, আলোর জায়গা দুলতে দেখা গিয়েছে একাধিক ভিডিতে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: