বগুড়ার শেরপুরে তালা কেটে বাসায় দুর্র্ধষ চুরি

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ০৫:১০ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নে দুর্র্ধষ চুরির ঘটনায় বাসার আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ১টার মধ্যে পৌর এলাকার কলেজ রোড মৌলভী বাগান ডিগ্রী কলেজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে শেরপুর থানায় লিখিত অভিযোগ করা করেছে।

ভুক্তভোগী বাড়ির মালিক মুত্তালিব ও থানা সূত্রে জানা গেছে, বাড়ির মালিক তারা দুজনে স্কুল শিক্ষক। এবং তাদের বাড়িতে একজন ভাড়াটিয়া থাকেন সেও একটি স্কুলে চাকুরী করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িতে তালা দিয়ে স্কুলে চলে যায়। এ সুযোগে চোর চক্রের সদস্যরা ওই বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেস ও ওয়্যারড্রোবসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় চোরেরা বাসায় থাকা নগদ ১লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। দুপুরের দিকে বাসায় এসে চুরি হওয়ার বিষয়টি টের পান।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় বাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দিতে এসেছেন। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: