জয়পুরহাটে জেলখানায় হাজতির মৃত্যু

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১২:৫১ পিএম

জয়পুরহাট জেলখানায় মাদক মামলায় আটক থাকা আব্দুল মোমিন নামে এক হাজতির মৃত্যু হয়েছে মঙ্গলবার রাত ২টা ৫৫ মিনিটে। জয়পুরহাট জেলাখানার সুপার নিতেশ চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জয়পুরহাট জেলাখানার সুপার নিতেশ চাকমা জানান, মাদক মামলায় জেলহাজতে থাকা আব্দুল মোমিন (৩৭) মঙ্গলবার রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিক ভাবে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ২টা ৫৫ মিনিটে মৃত্যু ঘোষনা করেন। আব্দুল মোমিনের হাজতি নং ১৪০৯/২২।

আব্দুল মোমিন জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমানের ছেলে। জয়পুরহাট থানা পুলিশ ২০২২ সালের ১৫ এপ্রিল মাদকসহ আব্দুল মোমিনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় (মামলা নং ২৪)। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছিল। জেলা আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের দয়িত্বপালনকারী চিকিৎসক নুরুন্নবী জানান, মৃত অবস্থায় আব্দুল মোমিনকে পাওয়া গেছে। আবাসিক মেডিক্যাল অফিসার ডা: শহীদ হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: