কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:২১ পিএম

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া সুমন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ জানুয়ারী) কুমিল্লার নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত। মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া সুমন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কমলপুর এলাকার মৃত শেখ আহাম্মদ ভুঁইয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায় ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে যৌতুকের জন্য আসামি সুমন তার স্ত্রী রোজিনা আক্তার রিয়াকে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামীর ভাই তৌহিদুল ইসলাম ফোন করে নিহতের পরিবারকে জানালে নিহতের পরিবার ও স্থানীয়রা গিয়ে আসামীর ঘরে নিহতের লাশ দেখতে পায়। এই সময় নিহতের পরিবার ও স্থানীয়রা আসামি সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আসামি সুমন সবার সামনে তার স্ত্রীকে হত্যা করার বিষয়টি স্বীকার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামী সুমনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করে। এই হত্যা মামলার তদন্তের পর পুলিশ মামলার চার্জশিট প্রদান করে। ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ এই রায় ঘোষণা করেন।

নারী ও শিশু ট্রাইব্যুনাল -১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দত্ত (পিপি) জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ ও দশ হাজার অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: