প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ফরিদুল ইসলাম রঞ্জু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

   
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ২৫ জানুয়ারি ২০২৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আসাদ (৩০) ও রাশেদুল (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মারা যাওয়া দুজনেই ঠাকুরগাঁও সদর থানার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। নিহত আসাদ শাহ পাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে আর রাশেদুল নিশ্চিন্তপুর এলাকার আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানাগেছে, একই মোটরসাইকেল চেপে ২ জন ঠাকুরগাঁও শহর থেকে এনামুল ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে অর্থাৎ পঞ্চগড়ের দিক থেকে আসা ঢাকাগামী একটি ধান বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

তথ্য নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, একটি হিরো গ্লামার গাড়ীতে থাকা দুজন আরোহীকে পিষ্ট করা ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: