মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৪ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নের অন্তর্গত বড়ডলু ডিপি পাড়া এলাকায় উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যান সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। পরে বালু ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন ও মো. বাবুল চৌধুরীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১১ধারার অপরাধ ও ১৫ ধারায় শাস্তির আওতায় যৌথভাবে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, উপজেলার যেকোনো স্থানে পাহাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: