রাশিয়া বাংলাদেশকে বিপদে ফেলবে না: প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:১৪ পিএম

রাশিয়া বাংলাদেশকে কোনো বিপদে ফেলবে না বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (২৫ জানুয়ারী) সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। মন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা, রাশিয়া কোনো রকম অসুবিধায় ফেলবে না। আমাদের মাল আসবে, দেরি হলেও আসবে। তবে এটা প্রাইভেট কোম্পানি পাঠায়। সুতরাং এটা তাদের মাথাব্যথা।

তিনি বলেন, আমরা নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোনো জাহাজ এ মুহূর্তে গ্রহণ করতে রাজি না। নাম পরিবর্তন করে রাশিয়ার জাহাজ পাঠানো অপ্রত্যাশিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা রাশিয়াকে জানিয়েছি, নিষেধাজ্ঞায় থাকা জাহাজে মালামাল পাঠানো প্রত্যাশিত নয়। নিষেধাজ্ঞায় থাকা জাহাজে কোনো জিনিস আমরা চাই না।

তাদের হাজার হাজার জাহাজ আছে, সেসব জাহাজ দিয়ে তারা এই মালপত্র পাঠাতে পারে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ৬৯টি জাহাজের কোনোটি বাংলাদেশ ভিড়তে দেবে না বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: