গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত সামাজিক মাধ্যম খুঁজতে ডিসিদের তথ্যমন্ত্রীর নির্দেশ

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনেক সময় নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজব থেকে ডিসিদের সর্তক থাকার আহ্বান জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হাছান মাহমুদ জানান, যেসব মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে সেগুলো খুঁজে বের করা হবে। কোন কোন মাধ্যম বেশি ব্যবহার হয় এসব গুজব ছড়ানোর কাজে, তা খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নে সরকার ও প্রশাসনকে একসঙ্গেই কাজ করতে হয়। তাই আওয়ামী লীগ সরকার প্রশাসনকে কখনোই দলীয়করণ করেনি, ভবিষ্যতে করবেও না। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন কীভাবে কাজ করবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, সরকার নয়।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: