ফ্রিজে আদাবাটা রাখা নিয়ে ঝগড়া, ভাতিজার হাতে চাচা নিহত

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ০৩:৫৮ পিএম

যশোরের অভয়নগরে ফ্রিজে মশলা রাখা নিয়ে ঝগড়ায় ভাতিজা রাকিব হোসেনের (১৮) ছুরিকাঘাতে চাচা রাজু আহমেদ (৪৫) প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের গোলাম নবীর ছেলে। অভিযুক্ত রাকিব হোসেন নিহত রাজুর বড়ভাই স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জসীম উদ্দীনের ছেলে। নিহত রাজু আহমেদের চাচা মিজানুর রহমান জানান, রাজু কৃষক ছিল। তার একটি গরুর খামারও আছে। রাজুর ফ্রিজে আদাবাটা রাখেন রাকিবের মা। এতে দুর্গন্ধ সৃষ্টি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।

পরবর্তীতে রাকিব ঘর থেকে ফল কাটার ছুরি দিয়ে রাজুর বুকে আঘাত করে। রাজু গুরুতর জখম হলে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, ভাতিজার ছুরিকাঘাতে চাচা রাজু আহমেদ মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: