মানুষ বানর থেকে আসছে এই কথাটা পাঠ্য বইয়ে লেখা নেই: শিক্ষামন্ত্রী

মানুষ বানর থেকে আসছে এই কথা পাঠ্য বইয়ে লেখা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শুক্রবার (২৭ জনুয়ারি) বিকেলে চাঁদপুর ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক শিক্ষা তরির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০ বছর আগের ভুল। আমি খুব খুশি। কেননা এখন সবাই বই পড়ছে। কাজেই ভবিষ্যতে আমাদের কোন বইয়ে আর ভুল থাকবে না।
মন্ত্রী আরো বলেন, নতুন পাঠ্যক্রমের কোন বইতেই লেখা নেই মানুষের পূর্ব পুরুষ বানর, এটি নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমাদের বইয়ে আছে একজন শিক্ষার্থী শিক্ষককে প্রশ্ন করেছে মানুষ কি বানর থেকে আসছে। উত্তরের শিক্ষক বলছে না মানুষ বানর থেকে আসেনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: