জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ আটক ৩

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৪৬ এএম

অপরাধ দমন মূলক বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাত পোনে ৯ টার সময় জেলা শহরের পৃথিবী কমপ্লেক্স এলাকা থেকে কিশোর গ্যাং লিডারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতারকৃত তিন জন হচ্ছেন জয়পুরহাট শহরের প্রফেসরপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে কিশোর গ্যাংয়ের মূলহোতা মোঃ সাঈদ নাঈম(২৪), গুলশানমোড় এলাকার কোরবান আলীর ছেলে মোঃ কারিমুল ইসলাম(২৩) ও শান্তিনগর মহল্লার আব্দুল ওয়াহেদ সরদারের ছেলে মোঃ নাহিদ হাসান(২৩)।

শুক্রবার সন্ধ্যার দিকে কিশোর গ্যাংয়ের মূলহোতা মোঃ সাঈদ নাঈমসহ ৫/৬ জন জয়পুরহাট সদর থানার সামনে পৃথিবী কমপ্লেক্সের তৃতীয় তলায় একত্রিত হয়ে ছিনতাইয়ের প্রস্তুুতি নিচ্ছিল। গোপনে এমন খবর পেয়ে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে সাঈদ গ্যাংয়ের তিনজন সদস্যকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, অভিযুক্ত তিনজন জয়পুরহাট সদর থানা এলাকার উদীয়মান কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। এরা ৫/৭ জনের একটি দল গ্রুপ লিডার সাঈদের নেতৃত্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে থাকে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের পিস্তল, ধারালো টিপ চাকু, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদিও উদ্ধার করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, পাঁচবিবি উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ রহিদুল ইসলাম বকদুল (৫৮) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। সে পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। রহিদুল ইসলামের বিরুদ্ধে ৮ মামলার ওয়ারেন্টসহ মোট ১৪ টি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: