চাঞ্চল্যকর স্ত্রী হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এয়ারপোর্টে গ্রেফতার

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ ফাতেমা আক্তার পলি(৩৯) হত্যার ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মঈন উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম পিপিএম।
বিদেশে পাড়ি দিতে শুক্রবার রাতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিংয়ের সময় সাজাপ্রাপ্ত এ আসামিকে গ্রেফতার করে পুলিশ।পরে আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এরআগে গেলো ২৭ নভেম্বর দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান গৃহবধূ বিবি ফাতেমা আক্তার পলি (৩৯) হত্যার দায়ে তার স্বামী মঈন উদ্দিনকে (৪২) মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আসামি মঈন উদ্দিন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অন্তত পুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমানের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়,গৃহবধূ বিবি ফাতেমা আক্তার পলি একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু বখাটেরা ধর্ষণ করার চেষ্টা করলে ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা থেকে রেহাই পেতে কৌশলে মঈন উদ্দিন ভুক্তভোগী বিবি ফাতেমাকে বিবাহ করেন।বিয়ের পর মাত্র ১ দিন স্বামীর বাড়িতে ছিলেন।বাসা ভাড়া নেওয়ার কথা বলে ৩১ আগস্ট হত্যা করে ড্রেনে ফেলে রাখে আসামিরা। মেয়ে বাড়িতে না ফেরায় ফাতেমার বাবা ইব্রাহিম মিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।২ নভেম্বর ইব্রাহিম মিয়া জানতে পারেন তার মেয়ের লাশ ভেসে উঠেছে। ঘটনার পরদিন নিহতের পিতা ইব্রাহিম মিয়া বাদী হয়ে স্বামী মঈন উদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ ১৭ বছর পর ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ মামলার রায় দেন।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম বিডি২৪লাইভকে বলেন, পলি হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মহিনকে গ্রেফতার করতে পুলিশের বিভিন্ন একাধিক টিম অভিযান পরিচালনা করে।সর্বশেষ হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্টে চেকিংয়ের সময় আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: