সহপাঠীদের সঙ্গে ছবি তুললেন জায়েদ খান

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৪:২১ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। নিজের ব্যক্তিগত জীবন ও সিনেমা জগতের কর্মকাণ্ড নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। তাই তাকে ঘিরে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। সম্প্রতি নিজের সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনী অনুষ্ঠানে দেখা গেল এই চিত্রনায়ককে।

শুক্রবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন জায়েদ খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পুনর্মিলনীতে আমার সহপাঠীদের সঙ্গে।’ বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠান হয় বলে জানা গেছে।

সেখানে আরও কিছু ছবি দেখা যায়।  ছবিতে বিভিন্ন ভঙ্গিতে ও বিভিন্ন ফ্রেমে অনেক মানুষের সঙ্গে দেখা গেছে জায়েদ খানকে। তারা সবাই তার সহপাঠী বলে জানান জায়েদ খান।

এই ছবির পোস্টে নানান শ্রেণি-পেশার মানুষ নানান কমেন্ট করেছেন। সবুজ খান নামে একজন লিখেছেন, ‘যতক্ষণ হাল না ছাড়ছেন, ততক্ষণ আপনার জেতার সম্ভাবনা আছে। হাল ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় পরাজয়। শুভকামনা আর সীমাহীন ভালোবাসা প্রিয় জায়েদ খান ভাই।’ সাইয়্যেদা মেহেরুন্নেসা জাফর হিয়া লিখেছেন, ‘জায়েদ একজন উদার, বিরাট হৃদয়ের মানুষ। তার জন্য শুভকামনা’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: