বগুড়ার শেরপুরে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৬:৫৭ পিএম

বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার আনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় শেরপুর সরকারি মডেল ডিজে হাইস্কুল খেলার মাঠে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর ধুনট নির্বাচনীয় এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাবিবর রহমান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, শেরপুর সরকারি মডেল ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন, শেরপুর মহিলা ফাজিল মাদ্রাসার সুপার আব্দুল হাই বারী, শেরপুর আলিয়া মদ্রাসার অধ্যক্ষ মাও: হাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা শামীম ইফতেখার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর বাবু। উপজেলা প্রশাসনের আয়োজনে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রী ৩২টি ইভেন্টে অংশ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: