ভারতে ২ যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ছবি: সংগৃহীত
ভারতে অনুশীলন চলাকালীন দুটি বিমানের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। শনিবার (২৮ জানুয়ারি) গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে অনুশীলনের জন্য উড়ে যায় সুখোই-৩০ ও মিরাজ-২০০০। মধ্য প্রদেশে অনুশীলন চলাকালীন আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় বিমান দু’টির। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে দু’টি যুদ্ধবিমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর উদ্ধারকারী দল। খবর আনন্দবাজার।
ওই দুর্ঘটনার সময় একটি বিমানে ২ জন ও অন্যটিতে ১ জন পাইলট ছিলেন। ২ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা গেলেও ১ জন পাইলটের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে বিমান দু’টির সংঘর্ষ হল তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ পাইলটের লাশের খোঁজ মিলেছে। দুর্ঘটনার ব্যাপারে বিমানবাহিনীর প্রধানের কাছ থেকে খোঁজ নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
১৯৮৫ সালে মিরাজকে প্রথম ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভারতীয় বিমানবাহিনী এর নাম দিয়েছে ‘বজ্র’। বিগত ৩৮ বছরের মধ্যে এ পর্যন্ত ১৩টি মিরাজ-২০০০ বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে, সুখোই-৩০ ভারতের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির জন্য ১৯৯৬ সালের নভেম্বরে বিমানটি প্রথম কেনা হয়েছিল। ২০০৯ সাল থেকে বিভিন্ন ঘটনায় এপর্যন্ত ১১টি সুখোই-৩০ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: