বকশীগঞ্জে পরিত্যক্ত গোঁয়াল ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১০:৩৯ পিএম

জামালপুরের বকশীগঞ্জে একটি পরিত্যক্ত গোঁয়াল ঘর থেকে আবু সাঈদ (৫৫) নামে মৌসুমী ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পৌর শহরের চরকাউরিয়া সীমার গ্রামে পরিত্যক্ত গোঁয়াল ঘরে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। সোমবার (৩০ জানুয়ারি) বিকালে মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল করিমের ছেলে নিহত আবু সাঈদ ধান, চাল ও সরিষাসহ মৌসুমী ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার দুপুরে হঠাৎ তার বাড়ির পাশে অবস্থিত নিজের একটি পরিত্যক্ত গোঁয়াল ঘরের ধর্নার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। গলায় রশি দিয়ে ঝুলা হলেও তার পা দুটি ছিল মাটির সঙ্গে লাগানো। এলাকাবাসীর ধারণা যেভাবে মরদেহটি ঝুলে ছিল তাতে রহস্যজনক মৃত্যু বলে মনে হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: