চার দিনেই চার বছরের কষ্ট ভুলে গেলেন পাঠান

‘পাঠান’ মুক্তি পাওয়ার পরই একে একে বলিউডের সব রেকর্ড ভেঙে চুরমার করলেন। যশরাজ ফিল্মসের অ্যাকশনধর্মী ছবিটি ইতোমধ্যে ৬০০ কোটি ক্লাবে পৌঁছে গেছে। সোমবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় মুম্বাইয়ের তাজ হোটেলে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিল পুরো ‘পাঠান’ টিম। সেখানে শাহরুখ খান জানালেন এই চার দিনে আমি ওই চার বছর ভুলে গেছি।
শাহরুখ খান ‘জিরো’ সিনেমায় দর্শকের সাড়া না পাওয়ায় দীর্ঘদিন থেকেছেন পর্দার আড়ালে। এ সময়টাতে তিনি কী করেছেন তা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এই চার বছর আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু বেশ কিছু ভালো বিষয় আমার সঙ্গে ঘটেছে। আরিয়ান, সুহানা, আব্রামকে বড় হতে দেখার অভিজ্ঞতা হয়েছে।’
জন আব্রাহামের প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি আর জন ভালো বন্ধু। কিন্তু এই প্রথমবার আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেলাম। আমি জনকে খুব ভালোবাসি। শাহরুখকে প্রশ্ন করা হয় যে রুপালি পর্দায় আসার জন্য তার কি খুব তাড়া ছিল? জবাবে কিং খান বলেন, ‘আমি কোনো দিন তাড়াহুড়ো করে কোনো ছবি শেষ করি না। আমি সবচেয়ে বেশি দুঃখী হই যখন মানুষকে নিরাশ করি।
এই অভিনেতা বলেন, আমাকে “পাঠান”-এ অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য আদিত্য চোপড়া আর সিদ্ধার্থ আনন্দের কাছে আমি কৃতজ্ঞ। এই চার দিনে আমি ওই চার বছর ভুলে গেছি।’ শাহরুখ বলেন, ১০০ কোটি, ৫০০ কোটি বা হাজার কোটি আমার কাছে প্রাধান্য পায় না। আপনারা আমার ছবি দেখে যে আনন্দ পান, আর আপনাদের মুখে হাসি দেখে যে খুশি আমি পাই, তার চেয়ে কোনো পুরস্কার বা পরিণাম বড় নয়।’
সংবাদ সম্মেলনে তিনি ‘পাঠান টু’ এর প্রতি ইঙ্গিত দেন। বলেন “পাঠান”–এর সিকুয়েলে কাজ করা আমার জন্য সম্মানজনক হবে। এর চেয়ে বড় আর আরও ভালো করব। “পাঠান টু”-র জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: