চড় মেরে শিক্ষার্থীর কান ফাটালেন প্রধান শিক্ষক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:৪৭ পিএম

যশোরের চৌগাছায় চড় মেরে এক শিক্ষার্থীর কান ফাটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রোববার (২৯ জানুয়ারি) মালিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। অভিযুক্ত শিক্ষকের নাম শফিকুর রহমান। তিনি উপজেলার মালিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন সময় মারধর ও অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে। রোববার শ্রেণি কক্ষের বাইরে যাওয়ায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে সজোরে থাপ্পড় মারেন তিনি। এতে ঐ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুলের পাশের বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় অন্য শিক্ষার্থীরা কেন শ্রেণি কক্ষের বাইরে গেল এই অভিযোগে তাদের মারধর করেন। অভিভাবকরা অভিযোগ করলে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাই। তিনি স্কুলে গিয়ে ঘটনার সত্যতা পান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রধান শিক্ষক তার সহকর্মীদের সঙ্গেও খারাপ আচরণ করেন। নারী সহকর্মীদের সঙ্গে বিভিন্ন সময় অশোভন আচরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক নারী সহকর্মী তার বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন। তখন ক্ষমা চেয়ে রক্ষা পান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, ‘সে কানে আগের চেয়ে কম শুনছে’। অন্য শিক্ষার্থীরাও তাদেরকে মারধরের বিষয়ে জানায়। প্রধান শিক্ষক মারধরের বিষয়টি স্বীকার করেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে এ ঘটনায় প্রতিবেদন পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিষয়টি মৌখিকভাবে জেনেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: