প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

তৃপ্তি রঞ্জন সেন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১৩ দিনের মাথায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা

   
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০২৩

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যাওয়ার ১৩ দিন পর মঙ্গলবার বিকেলে আবারও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নিচতলায় এ ঘটনায় সূত্রপাত হয়। হাসপাতালে এখন সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসলে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতিশ চন্দ্র গোলদার জানিয়েছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিতিশ চন্দ্র গোলদার তাৎক্ষণিক এ ব্যাপারে সিভিল সার্জন, এইচ ই ডি ইঞ্জিনিয়ার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছেন।

জরুরী ভিত্তিতে বিকল্প কোন ব্যবস্থা না করা হলে হাসপাতালে সকল প্রকারের অপারেশন যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি চিকিৎসা কার্যক্রমেও রোগীদের ভোগান্তির শিকার হতে হবে। এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: