নতুন অটোভ্যান পেয়ে তৃপ্তির হাসি শেখ ফরিদের

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদাই গ্রামের হতদরিদ্র অটোরিকশা চালক শেখ ফরিদ। একমাত্র সম্ভব অটোরিকশা চালিয়েই কোনরকমে জীবিকা নির্বাহ করেন। দেড় মাস আগে সেই অটোরিকশাটি গভীর রাতে চুরি হয়ে যায়। এতে শেখ ফরিদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একমাত্র আয়ের উৎস গাড়িটা হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। স্ত্রীর কান্নায় চোখের কোণে জল জমে শেখ ফরিদের। চারপাশ দ্রুত অন্ধকার হতে থাকে তার।
দিশেহারা শেখ ফরিদের অসহায়ত্বের কথা জানতে পারেন সমাজকর্মী মামুন বিশ্বাস। তিনি তার ফেসবুক বন্ধুদের থেকে ৬০ হাজার টাকা সংগ্রহ করে সেই টাকা থেকে ৫৭ হাজার টাকা দিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান ও ৩ হাজার টাকার খাদ্যসামগ্রী আজ মঙ্গলবার শেখ ফরিদের হাতে তুলে দেন।
শেখ ফরিদ নতুন গাড়ি ও খাদ্যসামগ্রী পেয়ে প্রাণ খোলা হাসি দিয়ে বলেন, 'আমি সারাজীবন সবার জন্য দোয়া করবো। নিজের নতুন গাড়ি হওয়ায় এখন আমি অন্তত পরিবার নিয়ে ভাল ভাবে চলতে পারবো।
শেখ ফরিদের স্ত্রী নাজমা জানান, এখন ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারবো। আমি সবার জন্য দোয়া করি যারা আমাকে গাড়ি দিয়েছে।
সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, অসহায় মানুষ ও বন্যপ্রাণীর পাশে ভাল কিছু নিয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি ফেসবুকের মাধ্যমে অসহায় মানুষ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়মিত। এই কৃতিত্ব ফেসবুক বন্ধুদের। দেশে অনেক অসহায় মানুষ আছে। আমরা সবাই যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই তবে আশাহত মানুষগুলো অন্তত ভাল ভাবে বাচাঁর সপ্ন দেখবে৷
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: