কালো রঙের বোরকায় মোড়ানো ছিল সাদিয়ার মরদেহ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ এএম

ঢাকার ডেমরায় শীতলক্ষ্যা নদী থেকেএক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত শিশুর নাম কোহিনুর আক্তার সাদিয়া (৭)। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) বেলা সোয়া একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করে বোরকায় মুড়িয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা নৌ পুলিশের।

তবে এখনো এই ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।উদ্ধারের সময় মরদেহটি কালো রঙের বোরকায় মোড়ানো ছিল এবং মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ার কামশাইর এলাকা থেকে সাদিয়া নিখোঁজ হয়। তার বাবা শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। সাদিয়া কামশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। এক ভাই ও দুই বোনের মধ্যে সাদিয়া ছোট ছিল।

ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কুমারেশ ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল সোমবার দুপুরে সুলতানা কামাল ব্রিজ থেকে কয়েকশ গজ দূরে শীতলক্ষ্যা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তাকে শ্বাসরোধে হত্যা করার পর নদীতে ফেলা হতে পারে।জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি তার স্কুলের নীল রঙের পোশাক এবং ধূসর রঙের প্যান্ট পরা ছিল বলে জানিয়েছেন নৌ পুলিশের এই কর্মকর্তা।

নিহত শিশুর চাচা অহীদুল্লাহ জানিয়েছেন, ২৫ জানুয়ারি বিকেলে স্কুল থেকে বাসায় ফেরে সাদিয়া। খাবার খেয়ে স্কুলের পোশাক পরেই খেলতে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। এ ঘটনায় সেদিন রাতেই রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: