বেলার নির্বাহী প্রধানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর নির্বাহী প্রধান, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান এর উপর চট্টগ্রামের বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোনায় পরিবেশ কর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সকাল ১১ টায় বেলার নেটওয়ার্ক মেম্বার ও পরিবেশবাদী কর্মীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে এআরএফবি চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক ও পরিবেশবাদী কর্মী দিলওয়ারখান এর সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক এম,ুখলেছুর রহমান খান, সমাজ সেবক ও সংস্কৃতি ব্যক্তিত্ব মির্জা আব্দুল কুদ্দুস মানবাধিকার ও পরিবেশকর্মী, এম কিবরিয়া হেলিম, এআরএফবি ভাইস চেয়ারম্যান আকম আলতাবুর রহমান কাশেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আহবায়ক ভজন দাস, নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হক সরকার, বেলার নেটওয়ার্ক সদস্য বেনেজিতা ঘ্রাগরাজিতা সহ পরিবেশ কর্মীগণ বক্তব্য রাখেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: