ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩১ পিএম

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ভূল্লী বাজার থেকে পেঁচাটিকে উদ্ধার করে ভূল্লী থানা পুলিশ।

জানা যায়, বুধবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে ভূল্লী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নদীর ধারে পেঁচাটিকে দেখতে পায় স্থানীয়রা। এসময় পাখিটি অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা পাখিটি ধরে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে পেঁচা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান আতিক বলেন, ভূল্লী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নদীর ধারে পেঁচাটিকে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পেঁচাটিকে ধরে রাখে। বিষয়টি স্থানীয়রা থানায় খবর দিলে পাখিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পাখিটি অসুস্থ ও উড়তে পারছে না, তার শরীর দুর্বল। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। বিষয়টি বন বিভাগকে জানানো হলে তারা পেঁচাটিকে নিয়ে যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: