নবীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় শীতের চাদর বিতরণ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫ পিএম

আমেরিকাস্থ হবিগঞ্জ ডিস্ট্রিক এসোসিয়েশন বাফেলো ইনকের উদ্যোগে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান বুধবার (১ ফেব্রেুয়ারি) বিকেলে নবীগঞ্জ আদর্শ্য সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৩ শত মানুষের মধ্যে শীতের চাদর বিতরণ করা হয়। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম. এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আব্দুল কাইয়ূম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি এটি. এম. সালাম, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, আওয়ামী লীগ নেতা, আবু ইউসুফ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দাস, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান, প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি শাহ্ সুলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোজাহিদ আলম চৌধুরী, হবিগঞ্জ বানীর বার্তা সম্পাদক আমীর হামজা, সাংবাদিক মুহিবুর রহমান, সাংবাদিক সাগর মিয়াসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন, অতিথি বৃন্দ৷ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট এডভোকেট আলমগীর চৌধুরী প্রার্থীতা ঘোষণা করলেন৷

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করি। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে৷ আমরা বঙ্গবন্ধুর কন্যার নির্দেশ আদেশ মেনে রাজনীতি করি। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে জাতীয় নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।

তিনি এ সময় আরও বলেন, আমি সব সময়ই যেভাবে আপনাদের পাশে থেকেছি, আগামীতেও সেভাবে পাশে থাকতে চাই। তিনি এ সময় নিজেকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রার্থী হিসাবে দরখাস্ত করেছেন বলেও জানান। তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে সবাইকে তাঁর সাথে কাজ করার আহবান জানান তিনি৷

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: