আমার শরীর নিয়েও মানুষের সমস্যা: অভিনেত্রী রাশমিকা

ছবি - সংগৃহীত
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে। কিন্তু ব্যক্তিগত কারণে শেষ কয়েক মাস ধরে টানা আলোচনায় রয়েছেন তিনি। এর অন্যতম কারণ ছিল দক্ষিণী সিনেমা নিয়ে মন্তব্য। হতে হয়েছিল নানা ধরনের ট্রলের শিকার।
এসব বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, রীতিমতো বিব্রত, বিরক্ত। আমার শরীর নিয়েও মানুষের সমস্যা। আমি শরীরচর্চা করলে পুরুষের মতো দেখায় আর না করলে মোটা বলে। যদি বেশি কথা বলি তাও সমস্যা, কম কথা বললেও ভাবে অহঙ্কারী। আমি শ্বাস নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। সুতরাং আপনি আমার কাছে কী চান? আমি থাকবো না চলে যাবো?
অভিনেত্রী বলেন, আমাকে নিয়ে যদি আপনার সমস্যা হয়, তবে বলুন আপনার কী সমস্যা? আপনার কেন এই সমস্যা হচ্ছে? মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে যা আমাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।
তার এমন সাক্ষাৎকারের ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্য বেশির ভাগের মতামত, তার সঙ্গে এ ধরনের আচরণ করা মোটেও ঠিক হচ্ছে না। গত ২০শে জানুয়ারি রাশমিকা অভিনীত সর্বশেষ সিনেমা ‘মিশন মজনু’ মুক্তি পায়। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: