৮ দিনে শাহরুখের সিনেমার আয় ৮৬৩ কোটি টাকা

'পাঠান' ছবির হাত ধরে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ছবিটি মুক্তির পর থেকেই নজির গড়ে চলেছে। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। বক্স অফিসে সিনেমাটির সাফল্যের ঘোড়া ৮ দিন পরেও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৮ম দিন পর্যন্ত (বুধবার, ১ ফেব্রুয়ারি) শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৪৮ কোটি ৫০ লাখ রুপি।
অন্যদিকে, বিদেশে আয় ছাড়িয়েছে ৩২৬ কোটি। মোট আয় দাঁড়িয়েছে ৬৭৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৬৩ কোটি ৪২ লাখের বেশি। বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে পাঠানের টিকিট বিক্রি। তবে কিছু কিছু জায়গায় সোম ও মঙ্গলবারে বেশ ভালো পরিমাণ দর্শক সমাগম হয়েছিল, যা ব্যালেন্স করে দিয়েছে বুধবারের আয়কে।
মুক্তির ৮ নম্বর দিনে (বুধবার, ১ ফেব্রুয়ারি) পাঠান ভারতের বাজারে ব্যবসা করেছে ১৭ কোটি রুপির। প্রথম সপ্তাহে শুধু ভারতে পাঠান ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ভেঙে দিয়েছে ৯টি হিন্দি সিনেমার রেকর্ড। হিন্দি সিনেমার ইতিহাসে আর কোনো ছবির প্রথম সপ্তাহের ব্যবসায়িক সাফল্য এত ছিল না। ‘পাঠান’ সেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে ইতিমধ্যেই।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। এ বছরে মুক্তি পাবে শাহরুখের আরো দুটি সিনেমা। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘জওয়ান’। আর বছরের শেষ দিকে ‘ডাংকি’।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: