পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে ১৪ শতাংশের বেশি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ পিএম

দেশে চলতি অর্থবছরের (২০২২-২৩) জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত পোশাক খাতে রপ্তানি আয় ১৪ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। টাকার অঙ্কে যা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। এছাড়া আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পোশাক খাতে নিটওয়্যার পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১৪ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অন্যদিকে, ওভেন পণ্য রপ্তানি করে আয় করেছে ১২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। এতে নিটওয়্যার খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে, ওভেন পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৩০ শতাংশ।এ ছাড়া মাসিক হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসে রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ৪২ বিলিয়ন ডলার। গত বছরের জানুয়ারি মাসের তুলনায় এটি ৮ দশমিক ২৪ শতাংশ বেশি।

পাশাপাশি এই আয় ক্রমান্বয়ে বৃদ্ধি বাড়ছে। এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল জানিয়েছেন, যদিও আমরা মাসিক রপ্তানি আয় ৪ বিলিয়ন ডলার অতিক্রম করছি, তবুও এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সূচক বলছে, ২০২৩ সাল আমাদের জন্য বেশ কঠিন হবে। ক্রেতারা ছোট-ছোট ক্রয়াদেশ দিচ্ছে। যার প্রভাব কারখানাগুলোতে পড়ছে।তিনি বলেন, যদিও আমাদের রপ্তানি বাড়ছে। কিন্তু আমাদের ব্যয়ও বেড়েছে। গ্যাস, বিদ্যুতের দাম বেড়েছে। কাঁচামাল, পরিবহন খরচ বেড়েছে। বিষয়টি এমন নয় যে, রপ্তানির সঙ্গে আমাদের প্রফিটেবলিটি বেড়েছে। এ বিষয়ে আমাদের জোর দিতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: