প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আক্কাস আল মাহমুদ রিদয়

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি

বুড়িচংয়ে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সিএনজি জব্দ

   
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, ৩ ফেব্রুয়ারি ২০২৩

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বপন মিয়াকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মারুফ রহমান জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ শফিউল বশর ও সঙ্গীয় ফোর্স উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামের ফকিরবাজার হাসপাতাল রোডের খলিল স’মিলের পূর্ব পাশ্বের রাস্তা থেকে একটি সিএনজি থামিয়ে তল্লাসী চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং ওই মাদক কারবারি আটকসহ সিএনজি জব্দ করে। ওই মাদক কারবারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার করুনাপুর এলাকার মৃত নোয়াব মিয়ার ছেলে মাদক কারবারি স্বপন মিয়া।

ওসি মারুফ রহমান জানান,বুড়িচং থানাতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ রুজু করা হয় এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: