ইনজুরিতে ছিটকে গেলেন এমবাপে

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম

ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড-১৬’র লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে থাকছেন না এই ফুটবলার। ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি বিষয়টি নিশ্চিত করেছে। এমবাপ্পের ছিটকে যাওয়া পিএসজির জন্য বড় ধাক্কা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ফরাসি তারকার স্ক্যান করলে জানা যায় দুঃসংবাদ। ঊরুতে চোট গুরুতর হওয়ায় তাকে তিন সপ্তাহের বিশ্রামে থাকতে হবে বলে জানায় ক্লাবটি। বিশ্রামের সময়টায় মোট পাঁচটি ম্যাচে এমবাপেকে দেখা যাবে না মেসি-নেইমারদের সঙ্গে। ৪, ১১ ও ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচ, ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপ এবং ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে খেলেবে পিএসজি।

এর আগে বুধবার রাতে লিগ ওয়ানে মন্টেপেলিয়েরকে ৩-১ গোলে হারানোর ম্যাচে চোট পান এমবাপে। দুই পেনাল্টি মিসের পর ২১ মিনিটে লিও লেরয়ের বাজে ট্যাকলের শিকার হন ফরাসি ফরোয়ার্ড। হাঁটু ও ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। সুত্র - সিএনএন

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: