৫২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি ‍পেল ছাত্রদল নেতা ফিরোজ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০০ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, ছাত্রদল নেতা এম. ফিরোজ আল মামুন ৫২ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছে। বর্তমানে সেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের পদ প্রত্যাশী এম.ফিরোজ আল মামুন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শলুয়া গ্রামের মৃত ঈমান আলী বিশ্বাসের ছেলে।

ফিরোজের পরিবার বিএনপির রাজনিতির সাথে সক্রিয়। ফিরোজের ভাই মতিউর রহমান মতিন কশবামাজাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আর এক বড় ভাই ফারুক হোসাইন শহিদ পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের পক্ষে নির্বাচিত ভিপি ছিলেন (৯৩-৯৭)।

গত ৭ ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশি অভিযানে কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে এম ফিরোজ আল মামুন গ্রেফতার হয়। সে অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের ৯৬০ জন নেতা কর্মীকে গেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

পল্টন থানায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে নাশকতার মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয় গ্রেফতারকৃতদের। এ মামলায় বিএনপির মহা সচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী আহমেদসহ ৯৬০ জন কে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ ৫২ দিন কারাগারা ভোগের পর ২৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এম. ফিরোজ আল মামনু।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: