বিমানের চাকায় ফাটল, অল্পে রক্ষা পেলেন ১০০ যাত্রী

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩১ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা। উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকায় ফাটল দেখা দিয়েছে। তবে  তাৎক্ষণিক ফ্লাইটটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।

আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ১ টা ২০ মিনিটের দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি পরিচালক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৬০২) ১০০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার এক হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: