দুর্নীতি করতেই পাতাল রেল করছে সরকার: বুলু

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৬ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আরও দুর্নীতি করতেই পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে সরকার। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বরকত উল্লাহ বুলু বলেন, দেশে চারদিকে সংকট। আমদানি হচ্ছে ডলারের সংকট। এ সংকটের মধ্যে আপনি (প্রধানমন্ত্রী) ২০ কিলোমিটার পাতাল রেলের জন্য ৫২ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। লুটপাটের জন্য এ প্রকল্প আপনারা করেছেন। ৫২ হাজার কোটি টাকার পাতাল রেলে এই রাষ্ট্রের কী উপকার হবে?

সরকারের উদ্দেশে তিনি বলেন, এই ৫২ হাজার কোটি টাকা কৃষকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা শ্রমিকদের মাঝে দিয়ে দেন, এই ৫২ হাজার কোটি টাকা দিয়ে মিল-কারখানা করেন। লক্ষ, লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আপনারা সেটা করবেন না। কারণ এটা করলে আপনাদের লুটপাট হবে না। তাই আপনারা পাতাল রেল করছেন।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: