ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামা স্বাভাবিক

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রানওয়েতে উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিমানবন্দরে পুনরায় বিমান চলাচল শুরু হয়। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দুপুর ১টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের চাকা ফেটে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়।

হাফিজ আহমদ চৌধুরী জানান, দুপুর ১টা ২০ মিনিটে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ফ্লাইট যাত্রী নিয়ে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকায় ত্রুটি ধরা পড়ে। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: