অসুস্থ নচিকেতা, শো বাতিল

বাংলার চর্চিত গায়কদের মধ্যে জনপ্রিয় হলেন নচিকেতা চক্রবর্তী। তাঁর একাধিক গান এখনও ঘোরে লোকের মুখেমুখে। তবে বর্তমানে ভালো নেই জীবনমুখী বাংলা গানের এই পোস্টার বয়। চিকিৎসক পরামর্শে শেষ মুহূর্তে বাতিল করতে হলো শো। তবে নচিকেতার কী শারীরিক সমস্যা হয়েছে তা এখনো জানা যায়নি।
তবে বর্তমানে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানান এই সঙ্গীতশিল্পী। আর সেই ভিডিওতে প্রিয় শিল্পীর চোখে-মুখে অসুস্থতার ছাপ দেখে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।এদিন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটে পৌঁছানোর কথা ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সড়কপথে ৩৫০ কিলোমিটার যেতে পারবেন না বলে জানান নচিকেতা।
ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, আয়োজকদের নিজের অসুবিধার কথা জানালে তারা নচিকেতার সিদ্ধান্ত মেনে নেন। নতুন শিল্পীর খোঁজ করেন তারা। জানা গেছে, নচিকেতার বদলে রামপুরহাট উৎসবে গান করবেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে ৪০ সেকেন্ডের ভিডিও বার্তায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন নচিকেতা। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল। নচিকেতা বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। এই মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি’।
এই সঙ্গীতশিল্পী জানান, ‘ডাক্তারবাবু আমাকে শো করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। কথা দিচ্ছি, পরের বার ওখানে গিয়ে আপনাদের মনোরঞ্জন করব। আমি জানি শেষ মুহূর্তে সমস্যায় ফেললাম আপনাদের। কিন্তু আমি পরে এর ক্ষতিপূরণ দেব’।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: