নির্বাচন কমিশন ভোটারদের সঙ্গে তামাশা ও উপহাস করেছে: হারুন

ছবি - সংগৃহীত
সরকার, নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন ভোটারদের সঙ্গে তামাশা এবং উপহাস করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। উপনির্বাচনের পর বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) একটি জনপ্রিয় গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রার্থীদের তারা ওয়াদা ও অঙ্গীকার করেছিল যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে, অথচ এটি করতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এতে প্রমাণ হয়েছে ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন সুষ্ঠু এবং শাস্তিপূর্ণ করা সম্ভব নয়।
হারুন বলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করে নাই। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ তাদের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি এবং তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং ভোট প্রদানে বাধা প্রদান করা হয়েছে। এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা সম্ভব নয়।
মাসউদ/বা.স.
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: