বাংলাদেশের জয়ের পর হাসপাতালে অধিনায়ক শামসুন্নাহার

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২২ এএম

নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। তিন গোলের মধ্যে একটি অধিনায়ক শামসুন্নাহারের। তবে জয়ের পর সতীর্থদের সঙ্গে জয় উদযাপন করতে পারেননি অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। খেলার ৪৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত মাথায় আঘাত নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছে।

জয়ের পর টিম ম্যানেজমেন্ট অধিনায়ককে নিয়ে ঝুকি নিতে চাননি। এদিন রাতেই শামসুন্নাহারকে স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে। বিরতির সময় মাঠেই সাইডলাইনে প্রাথমিক চিকিৎসা চলে শামসুন্নাহারের। সেখানেই শুয়ে ছিলেন বেশ কিছুক্ষণ। এরপর ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ অধিনায়কের শারীরিক অবস্থা ততটা খারাপ নয় বলে কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন। তার ভাষায়, ‘শামসুন্নাহার মাঠ থেকে চলে যাওয়ার পর খেলায় কিছুটা ছন্দপতন হয়।ব্যাথা পাওয়ার পর কিছু সময় স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা স্বাভাবিক হয়েছে। তাকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তবে আশা করছি, পরশু দিন ম্যাচে তাকে পাওয়া যাবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: