হিরো আলম ক্রমেই জনতার কণ্ঠে পরিণত হচ্ছে: আসিফ নজরুল

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৬ পিএম

সম্প্রতি শেষ হয়েছে বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচন। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন বহুল আলোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হওয়ার পর ফের আলোচনা্র কেন্দ্র হয়ে উঠেছেন তিনি। তাকে নিয়ে অনেকে ইতিবাচক মনোভাব দেখালেও কেউ কেউ করেছেন সমালোচনা। আর তাতেই চটেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে হিরো আলমের কোড করা বক্তব্যসহ একটি পোস্ট করেন। পোস্টটি হুবুহু তুলে ধরা হলো। হিরো আলম: ‘আমার এমপি হওয়া নিয়ে, সংসদে যাওয়া নিয়ে অনেকের ঘুম হারাম, মাথা কামড়ায়। একজন এমপির কাজ কী? সংসদে কথা বলা। আমি কি কথা বলতে পারি না? আমার চেহারা নিয়ে এত আপত্তি কেন? এত নাটক কেন? সেখানে কেন ভালো চেহারার লোক লাগবে? আমাকে সংসদে নিয়ে গিয়ে কি অভিনয় করাবেন? আমি আপনাদের মতো ভালো কথা বলতে পারি না।'

'বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলি, এ জন্য আপনাদের বাঁধে। আপনাদের মা-বাবা আছে জন্য পড়ালেখা করতে পেরেছেন, শিক্ষিত হয়েছেন। স্পিকার হয়েছেন, মন্ত্রী-এমপি হয়েছেন, কমিশনার, ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়েছেন। আমাদের মতো নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা হলে এটা হতে পারতেন না। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেন। অনেক এমপি তো স্বশিক্ষিত। সংসদে ঠিকমতো “স্পিকার” উচ্চারণ করতে পারেন না। আপনাদের এত যোগ্যতা থাকলে দেশের এই অবস্থা কেন? কেন জনগণ আপনাদের ধিক্কার দিচ্ছে।’

সব শেষে হিরো আলমকে নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন আসিফ নজরুল। তিনি লিখেছেন, 'হিরো আলম ক্রমেই জনতার কণ্ঠে পরিণত হচ্ছে। এস. আলম না, হিরো আলমদেরই প্রয়োজন রয়েছে বাংলাদেশে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: