গলায় ভাত আটকে প্রাণ গেল আজিজের

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩ পিএম

রাজধানীর শ্যামপুরে গলায় ভাত আটকে এক রিকশাচালক মারা গেছেন। নিহত ব্যাক্তির নাম আব্দুল আজিজ (২২)।  আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যাক্তি লক্ষ্মীপুরের রায়পুর থানার কেরোয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। শ্যামপুরের নামাশ্যামপুর এলাকায় থাকতেন। চার ভাইবোনের মধ্যে আজিজ সবার ছোট।নিহতের বোন জামাই নান্নু জানান, আজিজ ছয় মাস ধরে রিকশা চালাচ্ছিল। আজ রিকশা চালিয়ে দুপুরে বাসায় আসেন ভাত খেতে। খাওয়ার একপর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। পরে অচেতন অবস্থায় দ্রুত ঢামেকে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকেও বিষয়টি জানানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: