নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩২ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লীতে বসবাসরত বীরাঙ্গনা শহীদ জায়াদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ট্রাক, ট্যাংকলড়ী কাভার্টভ্যান মালিক সমিতির আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভুমি) ইফফাত জাহান তুলির সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। প্রিয় অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, পৌর সভার মেয়র আবুবকর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, নালিতাবাড়ী ট্রাক, ট্যাংকলড়ী কাভার্টভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার ও কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউছার প্রমুখ। এদিন সোহাগপুর বিধবাপল্লীর ৩২ জন বরাঙ্গনা শহীদ জায়াদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে চাদর ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: