ডাক্তার ও নারী ভাইস চেয়ারম্যানের পরস্পর বিরোধী অভিযোগ, মানববন্ধন

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০১ এএম

কক্সবাজার সদর হাসপাতালে বৃহস্পতিবার মধ্য রাতে সংগঠিত একটি ঘটনার জের ধরে পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়েছে। শনিবার পৃথক সময় অনুষ্ঠিত মানববন্ধনে হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসককে মারধরের অভিযোগ এনে এক নারী ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার সহ নানা দাবি জানান চিকিৎসকরা। অপরদিকে হাসপাতালে রোগি হয়রানী মারধরের অভিযোগ এনে চিকিৎসককে অপসারণের দাবি জানিয়েছে ভাইস চেয়ারম্যানের পক্ষের লোকজন।

শনিবার বেলা ১ টায় কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে চিকিৎসকরা জানান, বৃহস্পতিবার দিনগত রাত আড়াই টার দিকে একটি নবজাতকের চিকিৎসা প্রদানকে কেন্দ্র করে চিকিৎসক ফাতেমা ইব্রাহিম মিশুকে মারধর করেছেন উখিয়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী ও তার ২ সহযোগি।

মানববন্ধনে সদর হাসপাতালের চিকিৎসক মোবাশ্বির হোসাইন তানিম জানান, এ ঘটনায় আগামি ২৪ ঘন্টার পর অভিযুক্ত ভাইস চেয়ারম্যান সহ ২ সহযোগিকে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। দাবি না মানলে আগামি ২৪ ঘন্টা পর কর্ম বিরতি পালন করার কর্মসূচি দেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধিন চিকিৎসক ফাতেমা ইব্রাহিম মিশু জানান, বৃহস্পতিবার রাতে ৬ মাসের কিছু বেশী সময়ে প্রসব হওয়া এক নবজাতক শিশুকে হাসপাতালে আনা হয়। স্বাভাবিকভাবে শিশুটি ওজন ছিল খুব কম, তার অবস্থা ছিল খুবই আশংকাজনক। শিশুটি চিকিৎসা চলাকালিন সময় শিশুর পরিস্থিতি সম্পর্কে রোগির স্বজনদের জানানোর কিছুক্ষণ পর নারী ভাইস চেয়ারম্যান ও অপর ২ জন তাকে মারধর করেন। হাসপাতালের নার্স ও চিকিৎসকরা তাকে উদ্ধার করেন।

অপর দিকে, শনিবার বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে উখিয়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর উপর হামলা ও দুর্ব্যবহারের অভিযোগে মানববন্ধন করেছে কিছু লোক।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল হক আমিন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ, খুরুস্কুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম সিকদার ও হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ।

মানববন্ধনে বলা হয়, কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগি ও স্বজনদের হয়রানি ও হামলা এখন নৈমিত্তিক ঘটনা। বৃহস্পতিবার হাসপাতালে নবজাতক ভর্তি করতে চিকিৎসক ফাতেমা ইব্রাহিম মিশু কর্তৃক চরমভাবে হেনস্তার শিকার হয়েছেন উখিয়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী। অভিযুক্ত চিকিৎসকের অপসারণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

উখিয়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী জানান, নবজাতকের চিকিৎসা প্রদানে অনিহা প্রকাশ করে চিকিৎসক উত্তেজিত হয়ে খারাপ আচরণ শুরু করলে তিনি মোবাইল ফোন নিয়ে ভিডিও শুরু করেন। মুর্হুতের মধ্যে চিকিৎসক ফোনটি ছিনিয়ে নেন। তিনিও তার ফোনটি আবার কেড়ে নেন। এরপর পরই হাসপাতালের নার্স ও ডাক্তাররা তাকে মারধর করে। হাসপাতালের রোগী ও স্বজনরা এসে তাকে উদ্ধার করেন।

কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক মো. মোমিনুর রহমান জানান, বৃহস্পতিবার সংঘটিত ঘটনার ব্যাপারে প্রশাসনিক আলাপ আলোচনা হচ্ছে। এব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

তিনি জানান, প্রায়শ হাসপাতালে চিকিৎসা নিতে আসা কিছু প্রভাবশালী ব্যক্তি চিকিৎসক ও নার্সদের সাথে খারাপ আচরণ করছে। এটা কোনভাবেই কাম্য হতে পারে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: