প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

বাড়ির সামনে পানি, কলকাতার মেয়রকে চিঠি সৌরভের

   
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ৫ ফেব্রুয়ারি ২০২৩

বর্ষা আসলেই ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নতুন বাড়ির সামনে পানি জমে থাকে। এমনকি ঘন্টাখানেক বৃষ্টি এলেও আর  বের হওয়া যায় না। আর তাই এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন তিনি ।

ভারতীয় একাধিক গনমাধ্যম সূত্রে জানা যায়, কলকাতার লোয়ার রডন স্ট্রিটে গত বছরের মে মাসে একটি পুরনো বাংলো বাড়ি নেন মহারাজ। বাড়ি নিয়েই তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন। বাড়ির সামনের রাস্তায় পানি জমে থাকা নিয়ে উদ্বিগ্ন তিনি। সামনেই বর্ষা আসবে। নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন সৌরভ। তার আগে সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠান সৌরভ।

চিঠিতে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক লিখেছেন, বাড়িটিতে তিনি আগামী দিনে বসবাস করবেন। তার জন্য সেখানে পরিকল্পনামাফিক কিছু নির্মাণ শিগগিরই শুরু হবে। বিল্ডিং প্ল্যানের অনুমোদন পেতে কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে আবেদনও জানাবেন। বাড়ি নেওয়ার পর মিউটেশনসহ পুরসভার কর মূল্যায়নের যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।তিনি জানতে পেরেছেন ওই রাস্তাসহ সংলগ্ন গোটা চত্বরে বৃষ্টি হলেই পানি জমে। যা ওই অঞ্চলের বাড়িগুলোর ক্ষতি করছে। এ সমস্যা সমাধান করতে কলকাতা পুরসভা যেন পদক্ষেপ নেয়।

জানা যায়, গত জানুয়ারি মাসে সৌরভের চিঠি এসে পৌঁছয় পুরসফার কাছে। তৎপরতা শুরু হয়েছে নিকাশি বিভাগে। কয়েক দিনের মধ্যেই সৌরভের বাড়ি-সহ এলাকা পরিদর্শনে যাবেন নিকাশি বিভাগের ইঞ্জিনিয়ররা। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: