নেত্রকোণায় এআরএফবি গ্রন্থাগারের র্যালী, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৩ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় নেত্রকোণায় এআরএফবি গ্রন্থাগারের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সদর উপজেলার সাকুয়া বাজারস্থ গ্রন্থাগার প্রাঙ্গন থেকে র্যালীটি বের করে আশেপাশে সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগার প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরে গ্রন্থাগার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ছিন্নমূল পরিবারে মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এআরএফবি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি দিলওয়ার খান এর সভাপতিত্বে ও এইচকে বুদ্ধির মুক্তি পাঠাগারের সভাপতি মুহা. জহিরুল ইসলামের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, ব্রাক এর জোনাল ম্যানাজার প্রবাল চক্রবর্তী, চল্লিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব¦ার ফকির, কবি খোরশেদ আলী তালুকদার, কার্যকরী পরিষদের সদস্য আলী আমজাদ মাস্টার, আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আলতাবুর রহমান কাশেম, সেক্রেটারি চন্দন নাথ চৌধুরী, সম্মানিত সদস্য হিমাংশু কুমার দেবনাথ, প্রতিষ্ঠাতা সদস্য প্রভাষক রিপন পরদেশী, বাঁধন খান ববি, ভজন দাস, কাউসার খান রনি, শামীম খান, বিশিষ্ট সমাজসেবক নওয়াব মিয়াসহ অনেকেই।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: