ঝিনাইদহে ভেজাল মধু তৈরীর অপরাধে ৩ জন আটক, বিপুল পরিমাণ মধু জব্দ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

ঝিনাইদহের চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধুর তৈরী করে সুন্দরবনের মধু বলে বিক্রির অপরাধে ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। জব্দ করা হয়েছে প্রায় ২ মণ ভেজাল মধু।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃকতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার আমলতি গ্রামের আংলাচিং চাকমা, বান্দরবানের ন্যাইক্ষ্যাংছড়ি উপজেলার জামিতলিপাড়া এলাকার প্রদীপ তংচংগ্যা ও একই জেলার হরিখোলা গ্রামের মংল্যাইগ্য চাকমা।

পুলিশ জানায়, শহরের পাগলাকানাই এলাকায় চিনি ও কেমিক্যাল মিশিয়ে মধু তৈরী করা হচ্ছে এমন খবরে অভিযান চালায় তারা। সেসময় আটক করা হয় তিনজনকে। উদ্ধার করা হয় প্রায় ২ মণ ভেজাল মধু। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ডিবি পুলিশে পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: