ফরিদগঞ্জে মাদক কারবারির অর্ধ গলিত মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন হওয়ার ৪দিন পর সোহেল ব্যাপারী (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের বড় পাটওয়ারী বাড়ির পেছনের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদাত হোসেন (৩০) ও জাকির হোসেন (৪২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত সোহেল বেপারী চাঁদপুর সদর উপজেলার দোকনঘর এলাকার বাসিন্দা ফজলু বেপারীর ছেলে। গত পহেলা ফেব্রুয়ারি নিখোঁজ হয় সে। এ ঘটনায় তার স্ত্রী জোসনা বেগম চাঁদপুর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে।

পরে পুলিশ তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলের বন্ধু শাহাদাত হোসেন (৩০) কে আটক করে এবং তার দেয়া তথ্যে রোববার বিকেলে নিবার্হী ম্যাজিষ্ট্রেট আজিজুন নাহারের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান জানান, চাঁদপুর সদর থানায় নিহত সোহেলের স্ত্রীর জিডির প্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোহেলে বন্ধু শাহাদাতকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে মরদেহটি উদ্ধার করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: