সুনামগঞ্জে ইজিবাইক চাপায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা ইজিবাইক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের রতন দাসের ছেলে ঋত্তিক দাস(৪)। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুখাইড় গ্রামের দক্ষিণ পাশের সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইজিবাইক চালক ইয়ামিন মিয়া কে আটক করেছে র্ধমপাশা থানা পুলিশ। সে একেই ইউনিয়নের শরীয়তপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সুখাইড় গ্রামের দক্ষিণের জমিতে সকালে ঋত্তিক দাসের চাচা কাজ করছিলেন। ঋত্তিক তার চাচার মোবাইল ফোন দিতে সেখানে গ্রামের দক্ষিণ পাশের সড়কে দিয়ে যাচ্ছিল এসময় ইজিবাইকচাপায় ঋত্তিক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইজিবাইক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: