প্রকৃত উন্নয়নের চিত্র তুলে ধরলে বিএনপির ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে: মোজাম্মেল

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে শেখ হাসিনার নির্দেশে বিএনপির প্রোপাগান্ডা মোকাবিলায় আমরা আওয়ামী লীগের মন্ত্রী, এমপিসহ নেতারা দেশব্যাপী প্রকৃত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছি। জনগণকে ভুলভাল বুঝিয়ে বিএনপি মাঠ দখলের যে পথ বেছে নিয়েছেন তা আমরা হতে দেব না। প্রকৃত উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে পারলে তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।
রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে নিজ বাড়িতে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনাদের সবার চোখ-কান খোলা রেখে উন্নয়নের সঠিক চিত্র জনগণকে জানিয়ে তাদের প্রতিহত করতে হবে। ভুলে যেতে হবে নিজেদের মধ্যকার ভেদাভেদ। কে মন্ত্রী, কে এমপি, কে আওয়ামী লীগ নেতা পার্থক্য ভুলে গিয়ে আগামী নির্বাচনে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাহলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে ।
এ সময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, সদর উপজেলার সাবেক মহিলা চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাহাড়সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: