পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু না হলেও গ্রেফতারের বৈধ কারণ খুঁজে পায়নি তদন্ত কমিটি

ছবি: প্রতিনিধি
গাজীপুরে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু না হলেও গ্রেফতারের কোন বৈধ কারণ খোঁজে পায়নি মেট্রোপলিটন পুলিশের তদন্ত কমিটি। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জিএমপি কমিশনারের কার্যালয়ে কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় আকটে রাখার পর ছেড়ে দেয়ার ঘটনাটি পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের না জানিয়ে গোপন রাখে। যার কারনে বাসন থানার তৎকালীন অফিসার ইনচার্জ ও দুই উপপরিদর্শকের কাজে যথেষ্ট গাফেলতি খোঁজে পেয়েছে তদন্ত কমিটি। যার ফলে তদন্ত কমিটির সুপারিশে দুই উপপরিদর্শককে প্রত্যাহারের পর সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মালেক খসরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দেয়া হয়েছে বলেও জানান জিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত মেট্রোপলিটন কমিশনার দেলোয়ার হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: